সৌদি আরবে বাংলাদেশিদের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ হতে বাংলাদেশিদের বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৫ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন বলে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।

এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোন প্রকার সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসাথে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com