গণভোট ও নতুন নির্বাচনী পদ্ধতির দাবিতে আট দলের স্মারকলিপি আজ

পল্টনে সমাবেশের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে আট দল। প্রধান উপদেষ্টার কাছে দেবে স্মারকলিপি গণভোট ও নির্বাচনী সংস্কারের দাবিতে।

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

গণভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী রাজনৈতিক দল

এর আগে রাজধানীর পল্টনে সমবেত হয়ে সমাবেশ করবে দলগুলো।

জামায়াতের সঙ্গে থাকা অন্য দলগুলো হলো —
ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)

বুধবার (৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি’ নিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com