সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

0 comments

অর্থনীতি বার্তা | স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন দেশের অন্যতম অভিজ্ঞ ও সফল এই কোচ।

মঙ্গলবার রাত থেকেই গুঞ্জন ছিল বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন সালাহউদ্দিন। বুধবার সকালে তিনি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। পরে জানা যায়, তিনি আসলে পদত্যাগপত্র জমা দিতেই বিসিবিতে গিয়েছিলেন।

তবে সে সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং প্রধান নির্বাহী দুজনই আইসিসির মিটিংয়ে থাকায় সরাসরি পদত্যাগ জমা দেওয়া সম্ভব হয়নি। পরে বাসায় ফিরে ই-মেইলের মাধ্যমে তাঁদের দুজনের কাছেই পদত্যাগপত্র পাঠান সালাহউদ্দিন।

গত বছরের ৫ নভেম্বর বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচদের একজন সালাহউদ্দিন। সিনিয়র সহকারী কোচের দায়িত্বে থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি ব্যাটিং কোচ হিসেবেও কাজ করছিলেন।

ডেভিড হেম্পের বিদায়ের পর ব্যাটিং কোচের পদটি দীর্ঘদিন ধরেই শূন্য ছিল। বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com