সাক্ষীদের অতিরিক্ত তথ্য চেয়ে হয়রানি না করার নির্দেশনা দুদকের

সাক্ষীদের অতিরিক্ত তথ্য চেয়ে হয়রানি না করতে নির্দেশ দিল দুদক

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে সাক্ষ্য প্রদানকারীদের কাছ থেকে কমিশন নির্ধারিত নমুনা নোটিশের বাইরে অতিরিক্ত তথ্য না চাওয়ার নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সম্প্রতি দুদকের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে—দুদকের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তারা কমিশন প্রণীত নমুনা নোটিশ যথাযথভাবে অনুসরণ না করে সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অভিযোগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য চেয়ে থাকেন। যা কোনোভাবেই কাম্য নয়

এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে হবে কমিশনের বিদ্যমান আইন ও বিধি মোতাবেক। প্রয়োজনীয় তথ্যাদি চাওয়ার ক্ষেত্রে পূর্বে প্রেরিত নমুনা নোটিশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ বিষয়ে দুদকের প্রশাসন শাখার এক কর্মকর্তা জানান, নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে, এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com