অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রজ্ঞাপনে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রস্তাবিত ‘শাপলা’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা কলি’কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রতীক তালিকায় এ পরিবর্তন দেখা যায়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “শাপলার বিকল্প হিসেবে ‘শাপলা কলি’ কতটা দৃষ্টিনন্দন, সেটি আমরা দেখতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় বলেছি—শাপলার বিকল্প অন্য কিছু হতে পারে না; বিকল্প থাকলে তা শাপলার মধ্যেই হতে হবে। এজন্য আমরা একাধিক নকশা প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন অবশেষে শাপলার ভেতর থেকেই ‘শাপলা কলি’কে বিকল্প হিসেবে বেছে নিয়েছে। এখন দেখতে চাই, প্রতীকের নকশা কেমন দাঁড়ায়।
