বিশ্বকাপ দাবা থেকে ছিটকে গেল বাংলাদেশ

0 comments

অর্থনীতি বার্তা | ক্রীড়া ডেস্ক

দাবা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের যাত্রা থেমে গেল একেবারেই শুরুতেই। দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হয়েছেন। দুই রাউন্ড শেষে বাংলাদেশের দুই দাবাড়ুর পয়েন্ট মাত্র আধা, ফলে বিদায় নিশ্চিত হয় তাদের।

ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং ২৬১৬) বিপক্ষে আজ দ্বিতীয় খেলায় কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলেন ফাহাদ রহমান (রেটিং ২৪১৪)। ৩০ চালে লড়াই শেষে ড্র করেন তিনি। তবে আগের দিন সাদা ঘুঁটি নিয়ে হেরে বসায় সম্মিলিত ফলাফলে বাদ পড়তে হয় এই আন্তর্জাতিক মাস্টারকে।

অন্যদিকে, নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির (রেটিং ২৬৩১)-এর বিপক্ষে আজ কঠিন লড়াই করেন মনন রেজা নীড় (রেটিং ২৩৬০)। সিসিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ ভ্যারিয়েশনে ৭৯ চাল পর্যন্ত স্থিরভাবে টিকে থাকলেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। ফলাফল দুই দাবাড়ুরই বিশ্বকাপ মিশন শেষ প্রথম রাউন্ডেই।

বাংলাদেশের দাবা ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবই একবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সেই অর্জনই রয়ে গেছে দেশের সেরা সাফল্য হিসেবে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com