তানজিদের ৮৯, বাংলাদেশ অলআউট ১৫১ রানে

0 comments

অর্থনীতি বার্তা | ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারের দশম ফিফটি করেছেন তানজিদ তামিম। ছবি : মীর ফরিদ, চট্টগ্রাম থেকে
টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাতছানি দিচ্ছিল তানজিদ হাসান তামিমকে। কিন্তু কাছে এসেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন বাঁহাতি ওপেনার। ১১ রানের দুঃখ ঘুচাতে পারেননি তিনি। রোমিও শেফার্ডের করা শেষ ওভারের প্রথম বলে জেসন হোল্ডারকে ক্যাচ দিয়েছেন তানজিদ তামিম।

তাতে ৪-৫ বার জীবন পেয়েও ৮৯ রানে থামেন তিনি। তার ৬২ বলের ইনিংসে ভর করেই বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫১ রানের সংগ্রহ পেয়েছে। তানজিদ তামিম তার ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ৪ ছক্কায়। ২৪ বছর বয়সী ব্যাটারকে আউট করার পর হ্যাটট্রিক পূর্ণ করেছেন শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজের পেসারের হ্যাটট্রিকশিকারী ব্যাটার হচ্ছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসারকে আউট করার আগে ১৭তম ওভারের শেষ বলে ফেরান নুরুল হাসান সোহানকে। অর্থাৎ, দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেছেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পুরো গল্পটা তানজিদ তামিমের।

ওপেনিংয়ে নেমে যে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেছেন তিনি। তার বাইরে শুধু আরেকজন দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। সেই একজন হচ্ছেন ২৩ রান করা সাইফ হাসান। হ্যাটট্রিককারী শেফার্ডের বিপরীতে ২টি করে উইকেট পেয়েছেন হোল্ডার ও খারি পিয়েরে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com