ডিএমপিতে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। ডিএমপি জানায়, আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুল হক বকসীকে মিরপুর বিভাগ (পেট্রোল-পল্লবী), সহকারী পুলিশ কমিশনার মো. নুর হোসেন খন্দকারকে ওয়ারী বিভাগ (পেট্রোল-ডেমরা), সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল নজরুলকে ক্রাইম বিভাগ (ক্রাইম-২), সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com