ঝটিকা মিছিলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

ভারতে পলাতক শেখ হাসিনার নির্দেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ভারতে পালিয়ে থাকা গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির নেতাকর্মীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার নিয়ে নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আরেক ভিডিওতে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে আগামী ১৩ নভেম্বর লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে শোনা যায়।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। তিনি ঢাকার বড় কসাই, বুচার অব বেঙ্গল; ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এ অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স এপ্লাই হবে। কঠিনভাবে হবে, আইনের এখানে কোনো ব্যত্যয় হবে না।

শফিকুল আলম বলেন, এ সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com