ছাত্রদল নেতা আবিদুলের ফেসবুক আইডি ডিজেবল, ‘বট আক্রমণের শিকার’ দাবি

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

গত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

আবিদুল ইসলাম বলেন, আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নোংরা কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব করার চেষ্টা চলছে। আজ দুপুরের পর থেকে আমার ফেসবুক আইডিতে লগইন করা যাচ্ছে না।

পরে জানতে পারি, সেটি ডিজেবল করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন রাজনৈতিক প্রতিপক্ষরা ভয় পেয়ে এমন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য অশুভ সংকেত।

উল্লেখ্য, গত ডাকসু নির্বাচনের সময়ও বেশ কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছে ছাত্রদল নেতাদের আইডি।

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com