অর্থনীতি বার্তা | লাইফস্টাইল ডেস্ক
চকোলেট খেতে কার না ভালো লাগে। কিন্তু যদি চকোলেট খেতে একেবারে মানা করে দেন চিকিৎসকরা, তা হলে কাজে লাগিয়ে ফেলুন রূপচর্চায়। ডার্ক চকোলেট এমনিতেই উপকারী। আর তাই দিয়ে যদি ফেস-মাস্ক বানানো যায়, তা হলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকোলেট ফেসিয়াল। চকোলেট মাস্ক যেভাবে বানাবেন
পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভালো। ১৫ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। ত্বক জেল্লাদার হবে কিছু দিনেই।
গায়ে মাখার সাবানের সঙ্গে খানিকটা কোকো পাউডার মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও ত্বক তরতাজা হবে। বিশেষত শুষ্ক ত্বকের যত্নে এই টোটকা খুবই কার্যকরী হতে পারে।
খানিকটা শিয়া বাটার বা পেট্রোলিয়াম জেলি এবং অল্প কোকো পাউডার একসঙ্গে গরম করে ঠান্ডা করে নিন। এই মিশ্রণ লিপবাম হিসেবেও ব্যবহার করতে পারেন। ঠোঁট নরম ও মসৃণ থাকবে।
চকোলেট মাস্ক ব্যবহারে ত্বকের যে লাভ হয় ডার্ক চকোলেটে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। রুক্ষ ত্বক সতেজ করে।
রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া ও কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকোলেট ফেসিয়াল। চকোলেট ফেসিয়াল সপ্তাহে বার দুয়েক করলেও ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। মৃত কোষ দূর করে ত্বককে জেল্লাদার করে তোলে।
