কোর কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে: উপদেষ্টা

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কোর কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

বুধবার (০৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সভা করে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি ২য় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ কমিটির সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আজকের মিটিংটা হলো গত ১৯ তারিখে অনুষ্ঠিত সভার প্রেক্ষাপটে একটি কোর কমিটি গঠন করা হয়েছিল। কমিটির কাজ হলো সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা। এ তদন্তের কাজ বর্তমানে চলমান আছে। তদন্তের জন্য দেশের বাইরের তদন্ত কর্মকর্তাদের আনার চেষ্টা করা হয়েছিল। তুরস্ক থেকে একটি টিম এসেছিল। তারা পুরো ঢাকা বিমানবন্দরের ফায়ার ইনসিডেন্ট তদন্ত করেছে। তুরস্কের টিমের সঙ্গে তিন দিন একত্রে কাজ করা হয়েছে। তারা ফরেনসিক টেস্টের জন্য কিছু জিনিস (বিষয়) নিয়ে গেছে। তাদের তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে এখনও আসেনি। আমরা চেষ্টা করছি আমাদের অন্যান্য কেপিআইগুলোতে যাতে এ ধরনের ইনসিডেন্ট রাখা যায়। তার জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে এ ধরনের কেপিআইগুলো আছে, তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই স্থানগুলো পরিদর্শন করেছেন। তারা সেখানে নানা রকমের নিরাপত্তা ঘাটতি খতিয়ে দেখছেন এবং সেই অনুযায়ী উদ্যোগ গ্রহণ করেছেন।

আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পূর্ণ প্রতিবেদনটি এখনো আসেনি, বিশেষ করে বিদেশি ফরেনসিক টিমের রিপোর্টটি এখনো পাওয়া যায়নি। কমিটি আশা করছে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

কোর কমিটির মেয়াদ কি বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কমিটি এ মাসের পুরোটাই (৩০ নভেম্বর পর্যন্ত) কাজ করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা বলেন, আমাদের অন্যান্য যে কেপিআইগুলোতে (গুরুত্বপূর্ণ স্থাপনা) যাতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেসব মন্ত্রণালয়ের অধীনে এসব কেপিআইগুলো রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। সেসব জায়গায় যেসব নিরাপত্তা ঘাটতি আছে সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং সেই অনুযায়ী উদ্যোগ গ্রহণ করছেন।

কমিটির প্রাথমিক তদন্তে কি পাওয়া গেছে। ভিডিও ফুটেজে কি পেয়েছেন জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা সব কিছু দেখেছি। কতগুলো জিনিস দেখলে যে উপসংহারে আসা যায় না, সেজন্য আরও কিছু পরীক্ষা প্রয়োজন হয়, সেই পরীক্ষাগুলো চলছে। প্রকৃতপক্ষে আমাদের সঙ্গে অনেকগুলো টিম ছিল। তাদের কেউ কেউ আমাদের সঙ্গে পরে যোগ দিয়েছে, বুয়েটের টিমটি আমাদের সঙ্গে পরে যোগ দিয়েছে। ওনারও ক্যাচাপ করছেন, আমরা আশা করছি ১৫ দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে।

তিনি বলেন, বিশাল একটা তদন্ত হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে বলা হয়েছিল। আমরা নিজেরা প্রতিটি জায়গা, প্রতিটি স্থান ঘুরে দেখেছি। ওখানে নানা রকমের সমস্যা আছে। এটার একটা সামগ্রিক অবস্থা বিবেচনা করতে গিয়ে আমাদের প্রতিবেদনটা একটুখানি দেরি হচ্ছে। আশা করছি আগামী ১০-১৫ দিনের মধ্যে হয়ে যাবে, আমরা সাবমিট করব।

তদন্তে আপনারা কি পেলেন এটি নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে নাসিমুল গনি বলেন, এ কমেন্ট আমি এখন করবো না।

নভেম্বরের মাঝামাঝি পুরো প্রতিবেদন জমা দেওয়া হবে জানিয়ে নাসিমুল গনি বলেন, আর কটা দিন অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আশা করছি এর মধ্যে তুরস্কের ফরেন্সিক রিপোর্টটাও চলে আসবে। অনেক কিছু বিচার বিশ্লেষণের বিষয় আছে। আমরা একবারে এ বিষয়ে কথা বলব।

এর আগে গত ১৯ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সভা করে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি। ওই সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ অন্যান্য অগ্নি দুর্ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তে কোর কমিটি গঠন করা হয়। ১৬ সদস্যের এ কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com