আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী জেনিফার, প্রেমিক কে?

0 comments

অর্থনীতি বার্তা | বিনোদন ডেস্ক

আবারও প্রেমে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এবার নিজেই সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার। প্রেমিককে সামনেও আনলেন। তার নাম জিম কার্টিস, পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।

গেল রোববার জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে।

গেল সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জিম কার্টিস। তখন থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। তবে দুজনের সম্পর্ক নিয়ে এখনো কেউই সরাসরি কথা বলেননি।

অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করেছেন জেনিফার। ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা লুকিয়েই জেনিফার বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। বিয়ের আগে চার বছর প্রেমও করেছেন এ জুটি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সেই বিচ্ছেদের পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার অ্যানিস্টন। নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com