আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জনের মৃত্যু

0 comments

অর্থনীতি বার্তা | আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (৩ নভেম্বর) ভোরে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফ শহরের কাছেই ছিল এর উপকেন্দ্র। রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে এএফপি।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা বলেন, সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত ও সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক নীল মসজিদের (ব্লু মসজিদ) একটি অংশ ধসে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে ব্যস্ত স্থানীয়রা।

মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও এক বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: এএফপি

You may also like

প্রকাশক: মো. আরফাত ছিদ্দিকী সম্পাদক: আলম চৌধুরী প্রধান কার্যালয়: ৪৩/সি, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪ ই-মেইল: info@arthoneetibarta.com ওয়েবসাইট: www.arthoneetibarta.com অর্থনীতি বার্তা (ইছামতি গ্রুপের একটি প্রতিষ্ঠান)

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com